বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৭৩। 
কালী-কীর্তন
খাম্বাজ - রূপক

এলো চিকুরনিকর নরকর কটি তটে,
হরে বিহরে রূপসি ।
সুধাংশু তপন, দহন নয়ন,
বয়ানবরে বসি শশী
শব-শিশু ইষু, শ্রুতিতলে শোভে,
বাম করে মুণ্ড অসি ।
বামেতর কর, যাচে অভয় বর,
বরাঙ্গনা রূপ মসি
সদা মদালসে, কলেবর খসে,
হাসে প্রকাশে সুধারাশি ।
স-মস্তা স্ববাসা মাভৈঃ মাভৈঃ ভাষা,
সুরেশানুকূলা ষোড়শী
প্রসাদে প্রসন্না, ভব ভব-প্রিয়া,
ভবার্ণব ভয় বাসি ।
জনুর যন্ত্রণা, হরণে মন্ত্রণা,
চরণে গয়া গঙ্গা কাশী


সূত্র: