বিষয়: রামপ্রসাদের গান
গান: ১৯। 
কালী-কীর্তন
 

এবার বাজি ভোর হল
মন কী খেলা খেলাবে বলো
শতর্চ প্রধান পঞ্চ, পঞ্চে আমায় দাগা দিল ।
এবার বোড়ের ঘর করে ভর,
মন্ত্রীটি বিপাকে মল
দুটা অশ্ব দুটা গজ, ঘরে বসে কাল কাটাল,
তারা চলতে পারে সকল ঘরে
তবে কেন অচল হল
দুখান তরি নিমক ভরি, বাদাম তুলি না চলিল
ওরে এমন সুবাতাস পেয়ে,
ঘাটের তরি ঘাটে রল
শ্রীরামপ্রসাদ বলে, মোর কপালে এই কি ছিল ?
ওরে অতঃপরে কোণের ঘরে,
পিলের কিস্তে মাত হইল


 


সূত্র: