বিষয়: রামপ্রসাদের গান
গান: ২১৫। কালী-কীর্তন
কৃষ্ণ-সংগীতগিরিশগৃহিণী গৌরী গোপবধুবেশ ।
কষিত কাঞ্চনকান্তি প্রথম বয়েস ॥
বিচিত্র বসন মণি-কাঞ্চন ভূষণ ।
ত্রিভুবন দীপ্তি করে অঙ্গের কিরণ ॥
স্বয়ম্ভূ যুগল হর সুরনদী কূলে ।
স্বয়ম্ভূ পূজেন নিত্য করপদ্মফুলে ॥
নাভি-পদ্ম ভেদি ভ্রমে বেণী ক্রমে ক্রমে ।
লোমাবলি ছলে চলে করী কুম্ভ ভ্রমে ॥
ঈশ্বর মোহন ইষু নয়ন তরল ।
বিধি কি কজ্জলছলে মাখিলো গরল ॥
নিখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদরীর কী কাণ্ড ।
ফেরে করে লয়ে ছাঁদ-ডোর দুগ্ধভাণ্ড ॥
ভালেতে তিলক শোভে সুচারু বয়ান ।
ভণে রামপ্রসাদ দাস মার এই এক ধ্যান ॥
সূত্র: