বিষয়: রামপ্রসাদের গান
গান: ৫৪। 
কালী-কীর্তন
 

অসকালে যাবো কোথা ।
আমি ঘুরে এলেম যথাতথা ।
দিবা হল অবসান,
তাই দেখে কাঁপিছে প্রাণ ।
তুমি নিরাশ্রয়ের আশ্রয় হয়ে,
স্থান দেও গো জগন্মাতা
শুনেছি শ্রীনাথের কথা, বট চতুর্বর্গদাতা ।
রামপ্রসাদ বলে, চরণতলে
রাখবে রাখো এই আমার কথা


সূত্র: