বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬০। 
কালী-কীর্তন
ললিত - আড়খেমটা

ারা নামে সকলি ঘুচায় ।
কেবল রহে মাত্র ঝুলিকাঁথা, সেটাও নিত্য নয়

েমন স্বর্ণকারে স্বর্ণ হরে, স্বর্ণ খাদে উড়ায় ।
ওমা, তোর নামেতে তেমনই ধারা,
তেমনই তো দেখায়

েজন গৃহস্থলে দুর্গা বলে, পেয়ে নাশভয় !
এমা, তুমি তো অন্তরে জাগ, সময় বুঝতে হয়

ার পিতামাতা ভস্ম মাখে, তরুতলে রয় ।
ওমা, তার তনয়ের ভিটেয় টেকা, এ বড় সংশয়

্রমাদে ঘেরেছে তারা, প্রসাদ পাওয়া দায় ।
ওরে, ভাই বন্ধু থেকো না
রামপ্রসাদের আশায়

 


সূত্র: