বিষয়: রামপ্রসাদের গান
গান: ৬৭। 
কালী-কীর্তন
গৌরীগান্ধার - একতালা

া মা বলে আর ডাকব না ।
ওমা, দিয়েছ দিতেছ কতই যন্ত্রনা

ছিলেম গৃহবাসী, বানালে সন্ন্যাসী,
আর কী ক্ষমতা রাখো এলোকেশী ।
ঘরে ঘরে যাব, ভিক্ষা মেগে খাব,
মা বলে আর কোলে যাব না

াকি বারে বারে মা মা বলিয়ে,
মা কি রয়েছো চক্ষুকর্ণ খেয়ে ।
মা বিদ্যমানে এ দুঃখ সন্তানে,
মা মলে কি আর ছেলে বাঁচে না

ণে রামপ্রসাদ, মায়ের কি এক সূত্র,
মা হয়ে হলি মা সন্তানের শত্রু ।
দিবানিশি ভাবি, আর কী করিবি,
দিবি দিবি পুনঃ কঠোর যন্ত্রণা

 


সূত্র: