ডিভ্জে বাবে বাঁশি
ইংরেজি:
Divje Babe
flute
প্রাগৈতিহাসিক বাঁশি বিশেষ। এখন পযর্ন্ত এই বাঁশিটিকে সর্বপ্রাচীন বাদ্যযন্ত্র
হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। বিজ্ঞানীরা এই বাঁশির তৈরি সময় হিসেবে খ্রিষ্টপূর্ব ৪৩,১০০ অব্দ নির্ধারণ করেছেন।
এই বাঁশিটির দুটি ফুটো অক্ষত রয়েছে। এর উভয় পাশের ভাঙা অংশ দেখে মনে হয় আরো দুটো
ফুটো ছিল।
বাঁশিটি তৈরি
হয়েছিল এক বা দুই বছরের গুহাভল্লুকের বাম-ঊর্বাস্থি (left femur)
থেকে।
এর দৈর্ঘ্য ছিল ১৩৩.৬ মিলিমিটার (৫.৩৬ ইঞ্চি)। এর পূর্ণাঙ্গ ফুটোর ব্যাস ছিল ৯.৭
এবং ৯ মিলিমিটার। ফুটো দুটোর কেন্দ্রবিন্দুর দূরত্ব ৩৫ মিলিমিটার (১.৩৮ ইঞ্চি)।
১৯৯৫ খ্রিষ্টাব্দে স্লোভেনিয়ার ডিভ্জে বাবে প্রত্নতাত্ত্বিক ক্ষেত্রের একটি
অনুভূমিক গুহা থেকে এই বাঁশিটি উদ্ধার
করা হয়েছিল। বিজ্ঞানীদের ধারণা এই বাঁশি তৈরি করেছিল
নিয়ানডার্থাল-রা। অনেকে অবশ্য
মনে করেন- এই বাঁশি তৈরি করেছিল ক্রো-ম্যাগনোন-রা।
তথ্যসূত্র: