অজারাড়া ঘরানা
তবলা নামক ভারতীয় তাল-যন্ত্রে বাদনরীতির ঘরানা বিশেষ
। এই ঘরানাটি তবলার দিল্লীবাজের অন্তর্গত।

ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার অজরাড়া নামক
গ্রামে এই ঘরানার উদ্ভব ঘটেছিল কল্লু খাঁ ও মীর খাঁ এই ভ্রাতৃদয় এই ঘরানার সূচনা করেছিলেনপ্রথম জীবনে এঁরা দিল্লী ঘরানার সিতাব খাঁর (সিদ্ধার খাঁ'র নাতি) শিষ্য ছিলেন। সিতাব খা'র কাছে শিক্ষা সম্পন্ন করে কল্লু খাঁ এবং মীরু খাঁ নিজ গ্রাম অজারাড়াতে ফিরে আসেন।

এঁরা শিক্ষা রীতি অনুসরণ করে প্রথম দিকে বাজাতেন। কালক্রমে এঁদের বাদনরীতি একটি পৃথক বৈশিষ্ট্যযুক্ত হয়ে পড়ে। এঁদের বংশধরেরাও বাপ-চাচার রীতি অনুসরণ করে বাজাতে বাজাতে এই ঘরনার তৈরি হয়ে যায়।

দিল্লী ঘরানার বাদনশৈলীর মতোই এই ঘরানার বাদনশৈলী বেশ মিষ্টি।
এই ঘরানায় কায়দায় আড়লয়ের প্রয়োগ বেশি দেখা যায়। দিল্লী বাজের মতোই এই বাজে বড় এবং জোরদার পরণ প্রয়োগ হয় না।

 

নিচে এই ঘরানার বংশপরম্পারয় বাদকদের নাম উল্লেখ করা হলো।

 

কল্লু খাঁ