ঘন বাদ্যযন্ত্র
(Idophone)

তত, আনদ্ধ ও সুষির বাদ্যযন্ত্র, বৈদ্যুতিন-যন্ত্রাদি ব্যতীত, যে সকল বাদ্যযন্ত্রের অঙ্গে অন্য বস্তুর আঘাতে, ঘর্ষণে বা সঞ্চালনে  সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরি করা যায়, তাদের সাধারণ নাম ঘন-বাদ্যযন্ত্র। যেমন- মন্দিরা. করতাল ইত্যাদি।

ঘনযন্ত্রের অঙ্গ তৈরি হতে পারে- ধাতু, কাঠ, মাটি, প্লাস্টিক, কাঁচ ইত্যাদি দিয়ে। তার বা চামড়া আচ্ছাদিত বাদ্য যন্ত্রের সঙ্গীতোপযোগী ধ্বনি তৈরির জন্য এর সটান দশা বজায় রাখার ব্যবস্থা আছে। কিন্তু ঘন-বাদ্যযন্ত্রের ক্ষেত্রে এরকম ব্যবস্থা নাই। মূলত এই জাতীয় বাস্যযন্ত্র তৈরি করার সময়, একটি সুনর্দিষ্ট কম্পাঙ্কের সঙ্গীতোপযোগী ধ্বনিকে নির্ধারণ করে দেওয়া হয়।

বাদন-প্রক্রিয়ার বিচারে ঘন-বাদ্যযন্ত্রকে ৪টি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলো হলো-
তথ্যসূত্র: