গর্গর
বৈদিক যুগের বাদ্যযন্ত্র বিশেষ। প্রচণ্ড শব্দের দ্বারা
শত্রুর মনে ভয় জাগানো এবং নিজের দলের সৈন্যদের উৎসাহ যোগানোর জন্য এই বাদ্যযন্ত্র
ব্যবহার করা হতো।
বৈদিক যুগে গর্গর ব্যবহার ছিল মূলত যুদ্ধক্ষেত্রে।
ঋগ্বেদের ৮ম মণ্ডলের ৬৯ সূক্তের ৯
সংখ্যক শ্লোকে গরগরের উল্লেখ আছে।
সায়ণের মতে- গর্গর ধ্বনি উৎপন্ন করতো বলে বলে এর নাম দেওয়া হয়েছিল গর্গর।
সূত্র
- বেদ। (দ্বিতীয় খণ্ড) ঋগ্বেদ সংহিতা। হরফ। কলকাতা। ১৮ ফেব্রুবারি, ২০০০।
পৃষ্ঠা ২৪৯।