গর্গর
বৈদিক যুগের বাদ্যযন্ত্র বিশেষ। প্রচণ্ড শব্দের দ্বারা শত্রুর মনে ভয় জাগানো এবং নিজের দলের সৈন্যদের উৎসাহ যোগানোর জন্য এই বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো।

বৈদিক যুগে ্র্গর ব্যবহার ছিল মূলত যুদ্ধক্ষেত্রে।
 ৬ষ্ঠ মণ্ডলের ৪৮ সূক্তের ২৯ থেকে ৩১ শ্লোকে দুন্দুভিকে রীতিমতো বন্দনা করা হয়েছে।
একই সাথে যুদ্ধক্ষেত্রে জয়ের জন্য তার কাছে প্রার্থনা করা হয়েছে। এই শ্লোক তিনটি হলো- মাটিতে গর্ত করে এর মুখে চামড়া দিয়ে আচ্ছাদিত করে তৈরিকৃত দুন্দুভিকে বল হতো ভূমি দুন্দুভি।
সূত্র