পিঙ্গ
বৈদিক যুগের বাদ্যযন্ত্র বিশেষ।

বৈদিক যুগে গর্গর ব্যবহার ছিল মূলত যুদ্ধক্ষেত্রে। ঋগ্বেদের ৮ম মণ্ডলের ৬৯ সূক্তের ৯ সংখ্যক শ্লোকে এই যন্ত্রের উল্লেখ রয়েছে।

এটি মূলত ছিল ততযন্ত্র। এ আকার ছিল ধনুকের মতো। মূল কাঠামোতে তাম্রবর্ণের পশুর নাড়ী বা অন্ত্র যুক্ত করে এই যন্ত্র তৈরি করা হতো। অনেকে মনে করেন, এই যন্ত্র থেকে উৎপন্ন হয়েছিল ছড়-ব্যবহৃত আদ্য যন্ত্র। এবং আদি যন্ত্র থেকে উৎপন্ন হয়েছিল বেহালা ।

সূত্র