অরু
সম্ভবত বিলুপ্ত রাগ। কোনো সঙ্গীত গ্রন্থে এই নামে রাগ পাওয়া যায় না।
বাংলা গানে এই রাগ প্রথম ব্যবহৃত হয়েছিল
চর্যাপদে (৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ)। চর্যাগীতিতে অবশ্য এই রাগের ধনসী উল্লেখ আছে।এই
রাগে নিবদ্ধ গানের সংখ্যা ১টি। এই গানটি হলো
‒
৪।
তথ্যসূত্র:
-
চর্যাগীতিকোষ। নীলরতন সেন সম্পাদিত।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১।
- চর্যাগীতি
পদাবলী, সুকুমার
সেন, আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, কলকাতা, ১৯৯৫
- চর্যাগীতি পরিক্রমা। দে'জ সংস্করণ।
জানুয়ারি ২০০৫।
- চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক।
পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই ২০০৯।
- চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ
আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ। অগ্রহায়ণ ১৪০২।
- হাজার বছরের
পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা, হরপ্রসাদ
শাস্ত্রী, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩