কাজরি

সমানাম : কাজরী, কাজলি, কাজলী।

ভারতের উত্তর-প্রদেশ অঞ্চলের লোকসঙ্গীত। বারানসী এবং মির্জাপুর অঞ্চলকে এই গানের আদি এবং প্রধান কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। কাশীতে 'লুলারক ছট' নামক একটি পর্বে কাজরী গাওয়ার রীতি প্রচলিত আছে।

ভাদ্র মাসের কৃষ্ণা-তৃতীয়া তিথিতে, উত্তর প্রদেশের এই সকল অঞ্চলের মেয়েরা 'কাজলী ব্রত' পালন করে। এই ব্রত উপলক্ষে মেয়েরা নতুন শাড়ি ও অলঙ্কারে সুজ্জিতা হয়। এরা হাত-পায়ে মেহেদি পাতার রঙ  দিয়ে আল্পনা আঁকে বা রঙের ছাপ দেয়। এই ব্রত উপলক্ষে এরা ভাইদের হাতে 'জরঙ্গ' পরিয়ে দেয়। এটা অনেকটা বাংলাদেশের 'রাখি' র মতো।

 

কাজরী মূলত শৃঙ্গার রসের গান। এই গান অনুষ্ঠিত হয় সারারাত ব্যাপী। এই গানের উপলক্ষ 'কজলী দেবী'র পূজা হলেও, সকল সম্প্রদায়ের মানুষই এই উৎসবে অংশগ্রহণ করে থাকে।


সূত্র:
সংগীত পরিচিতি (উত্তর ভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। আদি নাথ ব্রাদার্স। জানুয়ারি-২০০৭