কণকাঙ্গী
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতির ৭২ মেলের প্রথম মেল হলো কণকাঙ্গী।
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে, এই রাগের সব স্বর শুদ্ধ। অর্থাৎ
স র গ ম প ধ ন র্স। কিন্তু উত্তর ভারতীয়
সঙ্গীত পদ্ধতি অনুসারে এর স্বরলিপি হয়- স ঋ র ম প দ ধ র্স।
পণ্ডিত বেঙ্কটমুখী এর নামকরণ করেছিলেনকণকাম্বরী। কিন্তু
তিনি এই রাগের আরোহে গান্ধার বাদ দিয়েছিলেন, কিন্তু অবরোহণে সবগুলো শুদ্ধ স্বর
রেখেছিলেন। ফলে দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে অসম্পূর্ণ রাগে পরিণত হয়েছিল।
এর আরোহণ ও অবরোহণের রূপ-
আরোহণ: স র ম প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প ম গ র স
তথ্যসূত্র:
মগনগীত ও তান মঞ্জরী। প্রথম খণ্ড। চিন্ময় লাহিড়ী। প্রকাশিকা শ্রীমতী ইলা
লাহিড়ী। ১৪ এপ্রিল, ১৯৮৫। পৃষ্ঠা: ৩১
রাগ রূপায়ণ (প্রথম খণ্ড )। সুরেশ চক্রবর্তী। জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাব্লিশার্স প্রাইভেট লিমিটেড সেপ্টেম্বর ১৯৬৫।পৃষ্ঠা: ১০০।