কণকাঙ্গী
দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতির ৭২ মেলের প্রথম মেল হলো কণকাঙ্গী। দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে, এই রাগের সব স্বর শুদ্ধ। অর্থাৎ স র গ ম প ধ ন র্স। কিন্তু উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে এর স্বরলিপি হয়- স ঋ র ম প দ ধ র্স।

পণ্ডিত বেঙ্কটমুখী এর নামকরণ করেছিলেন
কণকাম্বরী। কিন্তু তিনি এই রাগের আরোহে গান্ধার বাদ দিয়েছিলেন, কিন্তু অবরোহণে সবগুলো শুদ্ধ স্বর রেখেছিলেন। ফলে দক্ষিণ ভারতীয় সঙ্গীত পদ্ধতি অনুসারে অসম্পূর্ণ রাগে পরিণত হয়েছিল। এর আরোহণ ও অবরোহণের রূপ-

রোহণ: স র ম প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প ম গ র স

 

 


তথ্যসূত্র: