মধ্যম গ্রামের মূর্ছনা
স্বর সংখ্যাভিত্তিক এই গ্রামের মূর্চ্ছনাসমূ্হকে ৩টি ভাগে ভাগ করা হয়। এগুলো হলো-

১. সম্পূর্ণ (সাত স্বরের সবগুলো নিয়ে গঠিত)
২. ষাড়ব (৬টি স্বর নিয়ে গঠিত)
৩. ঔড়ব (৫টি স্বর নিয়ে গঠিত): সাধারণ সম্বাদী স্বরের লোপ পেলে ঔড়বত্ব ঘটে। 

মধ্যম গ্রামের সম্পূর্ণ জাতির মূর্ছনা

সঙ্গীতরত্নাকর নারদমত আরোহণ অবরোহণ
সৌবিরী আপ্যায়নী

 ম প ধ ন র্স র্র র্গ

র্গ র্র র্স ন ধ প ম

হরিনাশ্বা বিশ্বহৃতা গ ম প ধ ন র্স র্র র্র র্স ন ধ প ম গ
কলোপনতা চন্দ্রা র গ ম প ধ ন র্স র্স ন ধ প ম গ র
শুদ্ধমধ্যা হেমা স র গ ম প ধ ন ন ধ প ম গ র স
মার্গী কপর্দ্দিণী ন্ স র গ ম প ধ ধ প ম গ র স ন্
পৌরবী মৈত্রী ধ্ ন্ স র গ ম প প ম গ র স্ ন্ ধ্
হৃষ্যকা চন্দ্রাবতী প্ ধ্ ন্ স র গ ম ম গ র স্ ন্ ধ্ প্

মধ্যম গ্রামের ষাড়বজাতি
এই গ্রামের ষাড়ব জাতিতে ষড়জ, ঋষভ ও গান্ধার বাদ দেওয়া হতো।

ষড়্‌জবিহীন মধ্যম গ্রামের ষাড়ব জাতির মূর্ছনা

সঙ্গীতরত্নাকর নারদমত আরোহণ অবরোহণ
সৌবিরী আপ্যায়নী

 ম প ধ ন র্র র্গ

র্গ র্র ন ধ প ম

হরিনাশ্বা বিশ্বহৃতা গ ম প ধ র্র র্র ন ধ প ম গ
কলোপনতা চন্দ্রা র গ ম প ধ ন ন ধ প ম গ র
শুদ্ধমধ্যা হেমা র গ ম প ধ ন ন ধ প ম গ র
মার্গী কপর্দ্দিণী ন্ র গ ম প ধ ধ প ম গ র ন্
পৌরবী মৈত্রী ধ্ ন্ র গ ম প প ম গ র ন্ ধ্
হৃষ্যকা চন্দ্রাবতী প্ ধ্ ন্ র গ ম ম গ র ন্ ধ্ প্

ঋষভবিহীন মধ্যম গ্রামের ষাড়ব জাতির মূর্ছনা

সঙ্গীতরত্নাকর নারদমত আরোহণ অবরোহণ
সৌবিরী আপ্যায়নী

 ম প ধ ন র্স র্গ

র্গ র্স ন ধ প ম

হরিনাশ্বা বিশ্বহৃতা গ ম প ধ ন র্স র্স ন ধ প ম গ
কলোপনতা চন্দ্রা গ ম প ধ ন র্স ন ধ প ম গ র
শুদ্ধমধ্যা হেমা স গ ম প ধ ন ন ধ প ম গ স
মার্গী কপর্দ্দিণী ন্ স গ ম প ধ ধ প ম গ স ন্
পৌরবী মৈত্রী ধ্ ন্ স গ ম প প ম গ স্ ন্ ধ্
হৃষ্যকা চন্দ্রাবতী প্ ধ্ ন্ স গ ম ম গ স্ ন্ ধ্ প্

গান্ধার বিহীন মধ্যম গ্রামের ষাড়ব জাতির মূর্ছনা

সঙ্গীতরত্নাকর নারদমত আরোহণ অবরোহণ
সৌবিরী আপ্যায়নী

 ম প ধ ন র্স র্র

র্র র্স ন ধ প ম

হরিনাশ্বা বিশ্বহৃতা ম প ধ ন র্স র্র র্র র্স ন ধ প ম
কলোপনতা চন্দ্রা র ম প ধ ন র্স র্স ন ধ প ম র
শুদ্ধমধ্যা হেমা স র ম প ধ ন ন ধ প ম র স
মার্গী কপর্দ্দিণী ন্ স র ম প ধ ধ প ম র স ন্
পৌরবী মৈত্রী ধ্ ন্ স র ম প প ম র স্ ন্ ধ্
হৃষ্যকা চন্দ্রাবতী প্ ধ্ ন্ স র ম ম র স্ ন্ ধ্ প্

মধ্যম গ্রামের ঔড়ব জাতি
এই গ্রামের ঔড়ব জাতিতে ধৈবত-ঋষভ এবং গান্ধার-নিষাদ বাদ দেওয়া হতো।

ধৈবত-ঋষভ বিহীন ঔড়ব জাতির মূর্চ্ছনা

সঙ্গীতরত্নাকর নারদমত আরোহণ অবরোহণ
সৌবিরী আপ্যায়নী

 ম প ন র্র র্গ

র্গ র্স ন প ম

হরিনাশ্বা বিশ্বহৃতা গ ম প ন র্স র্র ন প ম গ
কলোপনতা চন্দ্রা গ ম প ন র্স র্স ন প ম গ
শুদ্ধমধ্যা হেমা স গ ম প ন ন প ম গ স
মার্গী কপর্দ্দিণী ন্ স গ ম প প ম গ স ন্
পৌরবী মৈত্রী ন্ স গ ম প প ম গ স্ ন্
হৃষ্যকা চন্দ্রাবতী প্ ন্ স গ ম ম গ স্ ন্ প্

গান্ধার-নিষাদ বিহীন ঔড়ব জাতির মূর্চ্ছনা

সঙ্গীতরত্নাকর নারদমত আরোহণ অবরোহণ
সৌবিরী আপ্যায়নী

 ম প ধ র্স র্র

র্র র্স ধ প ম

হরিনাশ্বা বিশ্বহৃতা ম প ধ র্স র্র র্র র্স ধ প ম
কলোপনতা চন্দ্রা র ম প ধ র্স র্স ধ প ম র
শুদ্ধমধ্যা হেমা স র ম প ধ ধ প ম গ র স
মার্গী কপর্দ্দিণী স র ম প ধ ধ প ম র স
পৌরবী মৈত্রী ধ্ স র ম প প ম র স্ ধ্
হৃষ্যকা চন্দ্রাবতী প্ ধ্ স র ম ম র স্ ধ্ প্

তথ্যসূত্র:
  • বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার। কলিকাতা।
  • সঙ্গীতমকরন্দঃ। নারদ। সম্পাদনা ও ভাষান্তর: ডঃ প্রদীপকুমার ঘোষ। রিসার্চ ইনস্টিটিউট অব ইন্ডিয়ান মিউকোলোজি। কলকাতা ৭০০০৫০।  ১লা মার্চ, ১৯৮৮।
  • সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। সুরেশ বন্দ্যোপাধ্যায় অনূদিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। কলকাতা। ২২ শ্রাবণ। ১৪০৮।