ভিন্নকৈশিক
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত গ্রামরাগ বিশেষ। এটি মধ্যম গ্রাম থেকে উৎপন্ন হয়েছিল। খ্রিষ্টীয় দ্বিতীয় শতাব্দীর দিকে ভরতের নাট্যশাস্ত্রে এই রাগটি ভিন্ন গীতরীতির জাতিগান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। জাতির বিচারে এই গ্রাম রাগটি মধ্যম গ্রামের বিকৃত জাতি কর্মারবী কৈশিকী থেকে উদ্ভব হয়েছিল।  

এক নজরে প্রাচীন ভারতের ভিন্নকৈশিকের পরিচয়

শারঙ্গদেবের রচিত সঙ্গীতরত্নাকরে এর আক্ষিপ্তিকা দেওয়া আছে।


তথ্যসূত্র: