অর্ধ-ঝাঁপতাল
এটি ঝাঁপতালের প্রথমার্ধের অনুরূপ বলে, এই তালের নাম অর্ধ-ঝাঁপতাল বলা হয়। এ তালটি হিন্দুস্থানী সঙ্গীতে অল্প প্রচলিত ছিল। সম্ভবত রবীন্দ্রনাথই প্রথম এই তালটি বাংলা গানে প্রয়োগ করেন।

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: বিষমপদী। ২/৩
তালি: ২টি
খালি: নাই

তবলার ঠেকা-

 

   

     
I

ধি 

না

ধি

ধি

না

I ধি 
 

 

   

 

এই তালে নিবদ্ধ রবীন্দ্রনাথের গানের সংখ্যা মোট ১০টি। এই গানগুলো হলো―
১. আমি কী ব'লে করিব নিবেদন
২. একদা তুমি প্রিয়ে
৩.ওগো আমার চির-অচেনা পরদেশী
৪. কৃষ্ণকলি আমি তারেই বলি
৫. ক্ষমা করো মারে সখী
৬. চরণ ধরিতে দিয়ো গোআমারে
৭. তোমার আমার এই বিরহের অন্তরালে।
৮. দীপ নিবে গেছে মম
৯. পথে চলে যতে যতে
১০.মিলনরাতি পোহালো
  সূত্র :