অট্ তাল
উত্তর ভারতীয় মধ্যযুগীয় দেশী তাল । উল্লেখ্য, অট্ প্রাচীন ‘অড্ড’ পরিভাষায় অপভ্রংশ। বাংলা গানে এই তালটির ব্যবহার খুব বেশী দেখা যায় না। এই তালের ৬টি প্রকরণ রয়েছে।
মাত্রা সংখ্যা: ১০
ছন্দপ্রকৃতি: বিষমপদী। (৩/৩/২/২)
তালি:
৩টি
খালি: ১টি খালি।

+

     

   

+

I

ধা

ধেৎ

তা

তিট

গেন

তা

তিট

ধিট

কিট

কত

I

ধা

 

১০

 


তথ্যসূত্র: