বীরপঞ্চ
উত্তর ভারতীয় তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ১৬।
এই তালটি দুটি ছন্দোবিভাজনে পাওয়া যায়। এই ছন্দোবিভাজন দুটি হলো―
১.
ছন্দোবিভাজন ২।২।২।২।
২।২।২।২
সমপদী তাল।
৫টি তালি
৩টি ফাঁক রয়েছে।
+ | + | |||||||||||||||||||||||
১ |
০ |
২ |
৩ |
০ |
|
৪ |
|
০ | ৫ | |||||||||||||||
ধাগেৎ |
-ধা |
। |
ধিন্ |
ঘেনে |
। |
তেরে |
কেটে |
। |
থুন্না |
তেটে |
। |
ক্রেধেৎ |
-ধা |
। |
ধিন্ |
ধা |
। |
কতা |
কতা | । | গদি | ঘেনে | । | ধা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
১৪ | ১৫ | ১৬ |
সূত্র : ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ
১৩৭২।
২.
ছন্দোবিভাজন ৪।২।২।৪।
২।২।
বিষমপদী তাল।
৬টি তালি
ফাঁক নাই।
+ | ||||||||||||||||||||
১ |
২ |
৩ |
৪ |
|
|
৫ | ৬ | |||||||||||||
ধা |
ত্রক |
ধিন |
না |
। |
ধিন্ |
না |
। |
ধা |
ত্রেক |
। |
ধি |
-গে |
-ধি |
না |
। |
ধিন |
ধিন | । | ধাগে | ত্রক |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
১১ |
১২ |
১৩ |
১৪ | ১৫ | ১৬ |
সূত্র :
তবলা শিক্ষা। বি. বটব্যাল।