ব্রহ্মতাল
উত্তর ভারতীয় তাল বিশেষ।  হিন্দুস্থানী প্রথাগত সুরফাঁকতাল ও বিষ্ণুপুরী ঘরানা অনুসারে এর দুই ধরনের ছন্দ-বিন্যাস পাওয়া যায়।

প্রাচীন ভারতীয় সংস্কৃত ছন্দে নিবদ্ধ প্রবন্ধগান থেকে ধ্রুপদের উৎপত্তির সূচনালগ্নে এই তালের উদ্ভব হয়েছিল। সুলতান আলাউদ্দীন খিলজি দিল্লীর রাজত্বকালে (১২৯৬-১৩১৬ খ্রিষ্টাব্দ), বৈজু বাওয়ার রচিত ব্রহ্মতালে নিবদ্ধ ধ্রুপদের নমুনা পাওয়া যায়। যেমন- মাত্রা ও ছন্দোভেদে এর দুটি প্রকরণ আছে।

প্রথম প্রকরণ
মাত্রা সংখ্যা: ২৮।
ছন্দোপ্রকৃতি: সমপদী
ছন্দোবিভাজন ২।২।২।২। ২।২।২।২। ২।২।২।২। ২।২।
তালি: ১০টি তালি
খালি: ৪টি
 
  +                                         
 

       

       

 

 

 

       
I

ধা

ধিন

ধিন্

 ধা

ত্রক

ধিন

ধিন

ধা

তিন

তিন

না

তিন 

তিন্

না
 

 

 

 

 

১০

 

১১

১২

 

 
 

       

       

 

  ১০

 

        + 

তিন

না

তুন

না

কৎ

তা

ধিন

না

ধাগে

নেধা

ত্রক

ধিন্ 

গদি

ঘেনে I ধা

১৬

 

১৭

১৮

 

১৯

২০

 

২১

২২

 

২৩

২৪

 

২৫

 

২৭

২৮    

দ্বিতীয় প্রকরণ
মাত্রা সংখ্যা: ১৪
ছন্দপ্রকৃতি: বিষমপদী
ছন্দোবিভাজন: ২/১/২/১/১/২/১/১/১/২
তালি: ১০টি
খালি: নাই

 

+

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

১০

 

 

+

I

ধা

-

l

ধা

l

ধিন

-

l

ধা

l

ধা

l

ধিন

-

l

ধা

l

ঘেঘে

l

নাগ

l

থুন

-

I

ধা

 

 

 

 

 

 

 

১০

 

১১

 

১২

 

১৩

১৪

 

 
 


সূত্র :