ব্রহ্মযোগ
উত্তর ভারতীয় তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ১৭।
ছন্দোবিভাজন : ১টি করে মাত্রা নিয়ে গঠিত ছন্দোবিভাজন
সমপদী তাল।
১২টি তালি
৫টি ফাঁক রয়েছে।
+ | |||||||||||||||||||
১ |
০ | ২ | ০ |
৩ |
৪ | ৫ | ৬ | ০ |
|
৭ |
|||||||||
কৎ |
। |
তেরে |
। |
কেটে |
। |
ধাগে |
। |
ধাতা |
। |
কেটেধাগে |
। |
তাগতেরে |
। |
কেটেধাগো |
। |
ধা |
। |
তেরেকেটেতাক্ |
। |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
|
১০ |
+ | ||||||||||||||
৮ |
৯ | ১০ | ০ |
১১ |
১২ | ০ | ||||||||
তাকতেরে |
। |
কেটেতাক্ |
। |
কতাঘেনে |
। |
ধাগদেৎ |
। |
কধেন |
। |
তা |
। |
কৎ |
। |
কৎ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
১৭ |
সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ
১৩৭২।