দাদরা গান
ঠুমরী গানের একটি প্রকরণ। এই গানগুলো রাগাশ্রয়ী হয়ে থাকে।
এই গানে সব সময় রাগের শুদ্ধতা রক্ষা না করলে, রাগের মূলভাব বজায় রাখা হয়। গানের
মূল সুরের সাথে সঙ্গতি রেখেই—
দাদরা বা কাহারবার মতো লঘু তালে নানা রকমের ছন্দোবৈচিত্র্য উপস্থাপন করা হয়। সঙ্গীতশৈলীর বিচারে অনেকে একে 'দাদরা-অঙ্গ' হিসেবেও উল্লেখ করে থাকেন। নিচে
কিছু 'দাদরা গান'-এর শ্রবণ নমুনা দেওয়া হলো।