দীপচন্দী
উত্তর ভারতীয় একটি তাল। কোনো কোনো মতে ১৪ মাত্রা যৎ-ই দীপচন্দী। কোনো কোনো মতে তালের চলনে ছন্দের প্রকাশের বিচারে দীপচন্দী ও ১৪ মাত্রা যতের পার্থক্য রয়েছে। এই কারণে একে পৃথক তাল হিসেবে উল্লেখ করা হলো।

মাত্রা সংখ্যা: ১৪
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৩।৪।৩।৪ )
তালি: ৩টি
খালি: ১টি

 

+
 

   
 

 


 

   
     
        +
I

ধিন্

ধিন 

-

ধা

গে

তিন

-

তা

তিন  -

 ধা

গে ধিন   - I ধা
 

 

৬ 

 

১০  

১১

১২ ১৩ ১৪    

 


সূত্র
ভারতীয়  সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
তবলা শিক্ষা। বি. বটব্যাল।