দোবাহার
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি তাল।
মাত্রা সংখ্যা ১৩।
ছন্দোবিভাজন ১।১।১।১।
১।১।১।১।১।১।১।১।১
৯টি তালি,
৪টি ফাঁক আছে।
+ | |||||||||||||||||
১ |
০ | ২ | ৩ |
৪ |
০ | ৫ |
০ |
৬ | |||||||||
ধা কেটে |
। |
তেৎ ধা |
। |
ঘেনে নাক |
। |
গদি ঘেনে |
। |
তা ধা |
। |
দিন তা | । |
ত্রেকেটে তাক |
। |
ত্রেকেটে তাক |
। | তেৎ তাগে | । |
১ |
২ |
|
৪ |
৫ |
৬ |
|
৭ |
|
৮ |
৯ |
১০ |
+ | ||||||
৭ | ৮ | ৯ | ||||
ধেন তাক | । | ধে তাগে | । | গদি ঘেনে | । |
ধা |
১১ | ১২ | ১৩ |
|
সূত্র
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ
১৩৭২।
তবলা শিক্ষা। বি. বটব্যাল।