দশকোশী
কীর্তনে
ব্যবহৃত তাল বিশেষ। অন্য
কোনো গানে এর প্রয়োগ
দেখা যায় না। গুরু ও লঘু ভেদে এই তালের বাদনরীতি ভিন্ন প্রকৃতির হয়।
মাত্রাভেদে দশকোশী চার প্রকার। এগুলো হলো- বড় দশকোশী, মধ্যম দশকোশী, ছোটো দশকোশী ও
টানা দশকোশী। এই প্রকরণগুলোর লওয়া (চলন) ভেদে গুরু ও লঘু হিসেব বাদিত হয়।
গুরু-লওয়া
১
ঝাঁখি
তাখি
ঝাঁখি
ঝাঁখি
তাকি
ঝাঁখি
ঝাঁখি
ঝাঁখি
।
১
২
৩
৪
৫
৬
৭
৮
২
ঝাঁখি
তাখি
ঝাঁখি
ঝাঁখি
তাখি
ঝাঁতা
ঝাঁঝা
ঝাঁঝা
।
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
৩
ঝাঁতা
তাতা
খিখি
গুরুগুরুগুরুগুরুগুরু
।
১৭
১৮
১৯
২০
৩
ঝাঁখি
তা
তিন
দা
তিন
দা
খিখি
ঝাঁখ
২১
২২
২৩
২৪
২৫
২৬
২৭
লঘু লওয়া
১
তা
-
তিন
দা
তিন
দা
খিখি
তাখি
।
১
২
৩
৪
৫
৬
৭
৮
২
তা
-
তিন
দা
তিন
দা
খিখি
তাখি
।
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
৩
তাতা
তাতা
খিখি
গুরুগুরুগুরুগুরু
।
১৭
১৮
১৯
২০
৪
তা
-
তিনি
দা
তা
২১
২২
২৫
২৬ মধ্যম দশকোশী
মাত্রা সংখ্যা:
১৪
১
২
ঝিনা
কঝি
নাক
ঝিনা
ঝা
কঝি
নাক
ঝিনা
।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৩
ঝা
গুরুগুরুগুরুগুর
জাখি
না
তেটে
তেটে
ঝিনা
৯
১০
১১
১২
১৩
১৪
১
২
তা-উরু
তাখি
নিতা
খেটা
তা-উরু
তাখি
নেতা
খেটা
।
১
২
৩
৪
৫
৬
৭
৮
৩
ঝা
খুরুখুরুখুরুখুরু
তাৎ
তা
খে
টা
তা-উরু
৯
১০
১১
১২
১৩
১৪ ছোট দশকোশী
মাত্রা সংখ্যা:
৭
গুরু লওয়া
১
৩
ঝা-ঝি
নাকঝিনি
ঝা-গুরুগুরু
জাঘিনাক
তেটেতেটে ঝি-ঝি
১
২ ৫
৬
৭
লঘু লওয়া
১
৩
তা-থি
নাকথিনি
তা-গুরুগুরু
তাৎতা
খিখি তা-থি
১
২ ৫
৬
৭
টানা দশকোশী
মাত্রা সংখ্যা: ১৪
১
তেটেখিটিনাকধা
খিখিতা
তেটেতা
১
২
৩
৪
২
তেটেখিটিনাকধা
খিখিতা
খিউরুঝাঝি
জাঝি
৫
৬
৭
৮
৩
ঝা-খিখি
গুরুগুরু
৯
১০
৪
জাখি
তেটেতা
গেদাগেদা
গেদাঘি
১১
১২
১৩
১৪
বড়
দশকোশী
মাত্রা সংখ্যা:
২৮
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৮।৮।৪।৮)
তালি: ৪টি
খালি: নাই
+
I
+
তাখি
I
২৮
+
I
+
তিন
দা
খিখি
তাখি
I
২৩
২৪
২৭
২৮
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৪।৪।২।৪)
তালি: ৪টি
খালি: নাই
গুরু লওয়া
+
I
।
৪
+
।
I
লঘু লওয়া
+
I
।
৪
+
।
I
ছন্দপ্রকৃতি: বিষমপদী (২।২।১।২)
তালি: ৪টি
খালি: নাই
+
+
২
৪
I
।
ঝা-ঝি
নাকঝিনি
।
।
I
৩
৪
+
+
২
৪
I
।
তা-থি
নাকথিনি
।
।
I
৩
৪
ছন্দপ্রকৃতি: বিষমপদী (৪।৪।২।৪)
তালি: ৪টি
খালি: নাই
+
I
তেটেতা
।
৪
।
।
+
I
তেটেখিটিনাকধা
সূত্র :