দশমাত্রিক তাল (৫/৫)
এটি একটি রবীন্দ্রনাথের প্রবর্তিত ছন্দ। রবীন্দ্রনাথ এই
তালটির কোনো নামকরণ করে যান নি। পরবর্তী সময়ে কোনো তালবাদকরাও এর নামকরণ করেন নি।
তাই একে সাধারণভাবে বলা যায় দশমাত্রিক ৫/৩ মাত্রা ছন্দের তাল। এই তালে রবীন্দ্রনাথের একটি গান পাওয়া
যায়।
মাত্রা সংখ্যা: ১০
ছন্দপ্রকৃতি: বিষমপদী। [৫/৫]
তালি: ২টি
খালি: নাই
প্রফুল্লকুমার দাস তাঁর 'রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা (দ্বিতীয় খণ্ড, সুরঙ্গমা,
জিজ্ঞাসা, কলিকতা, ৯ আশ্বিন ১৩৯০, পৃষ্ঠা: ৩৪)-তে এই তালের নিম্নরূপ বোলবাণী দেওয়া হয়েছে।
|
+ |
|
|
|
|
|
|
|
|
|
|
|
+ |
I |
ধা |
ধি |
ধি |
না |
ধি |
। |
না |
ধি |
ধি |
না |
তি |
I |
ধা |
|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
|
৬ |
৭ |
৮ |
৯ |
১০ |
|
|
এই ছন্দে রচিত ১টি
গান।
ও দেখা দিয়ে যে চলে গেল