একতাল
উত্তর ভারতীয় তাল বিশেষ ।

এই তালটি মোট তিনটি ছন্দে পাওয়া যায়। নিচে এ বিষয়ে ছন্দোভেদে একতালের তিনটি রূপ তুলে ধরা হলো।

একতাল : ২।২।২।২।২।২ ছন্দ :
মাত্রা সংখ্যা: ১২
ছন্দপ্রকৃতি: সমপদী (২।২।২।২।২।২)
তালি: ৪টি
খালি: ২টি  

 

+ 

   

   

   

   

   

   

+ 

I

ধিন্ 

ধিন্

ধাগে

তেরেকেটে

থুন্

না

কৎ

তা

ধাগে

তেরেকেটে

ধিন্ 

ধাধা I

ধিন্ 

 

 

 

 

 

১০

 

১১

১২  

 


 

একতাল : ৩।৩।৩।৩ ছন্দ :
মাত্রা সংখ্যা: ১২
ছন্দপ্রকৃতি: সমপদী (৩।৩।৩।৩)
তালি: ৩টি
খালি: ১টি  

 

+ 

     

     

     

 

   

+ 

I

ধা

ধি

 না

না

তি

না

কৎ

তেটে

ধিন্ 

তেটে

ধিন্ 

কেটে I

ধা

 

 

 

 

১০

১১

১২  

 

 

একতাল : ৪।৪।৪ ছন্দ
 

মাত্রা সংখ্যা: ১২
ছন্দপ্রকৃতি: সমপদী (৪।৪।৪।৪)
তালি: ৩টি
খালি: খালি নাই
 

 

+ 

       

       

 

 

   

+ 

I

ধা

ধিন্

 না

না

ধিন্ 

ধা

কৎ

তা

ধা

তেরেকেটে

ধিন্ 

 না

I

ধা

 

 

 

১০

১১

১২

   

সূত্র :