ফোরদস্ত
উত্তর
ভারতীয় সঙ্গীতে
বহুল ব্যবহৃত একটি তাল।
মাত্রা সংখ্যা ৭।
ছন্দোবিভাজন ১।১।১।১।১।১।১
সমপদী তাল।
৫টি তালি, ২টি ফাঁক।
+ | + | |||||||||||||
১ |
২ |
৩ |
৪ |
০ | ৩ | ০ | ||||||||
দিনতাক |
। |
ধেৎতাক্ |
। |
তেরেকেটে |
। |
কেটেধিন |
। |
ধিগ্রেধিনা |
। |
ধাধিন |
। | ধাধেৎ | । | দিন |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
তালের অতলতত্ত্ব। রণজিৎ কুমার মণ্ডল। সুরঙ্গম। ২০১৬