গজঝম্পা
ভিন্ন বানান : গজঝম্পা
এটি একটি উত্তর ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত তাল।
মাত্রা সংখ্যা ১৫।
ছন্দবিভাজন : ৪।৪।৪।৩
বিষমপদী
৩টি তালি, ১টি ফাঁক।
+ | + | ||||||||||||||||||
১ | ২ | ০ | ৩ | ||||||||||||||||
ধা | ধিন | নাক্ | তাক্ |
| |
ধা | ধিন | নাক্ | তাক্ | | | তিন্ | নাক্ | তাক্ | কেটে | | | তাক্ | গদি | ঘেনে | | | ধা |
১ |
২ |
৩ | ৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
সূত্র
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ
১৩৭২।
সঙ্গীতশাস্ত্র তৃতীয় খণ্ড। শ্রীইন্দুভূষণ রায়