কুণ্ডল তাল
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি তাল।

মাত্রা সংখ্যা ১০।
১ মাত্রা ছন্দোবিভাজনে বিভাজিত
সমপদী
৬টি তালি ও ৪টি ফাঁক আছে।

+ 

         

 

     

 

                  + 

   

 

 

 

     

     

তেটেকতা

গদিঘেনে

ধাঘেনে

তেটেতেটে

গদিঘেনে

ঘেনেনাগ কেটেতা ঘেনেনাগ দেঘেনে ঘেনেনাগ তেটে

 

 

 

 

 

 

 

 

  ১০  

 

 


সূত্র :
ভারতীয়  সঙ্গীতকোষ
। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।