লক্ষ্মীতাল
উত্তর ভারতীয় তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ১৮।
ছন্দোবিভাজন : ১টি করে মাত্রা নিয়ে গঠিত ছন্দোবিভাজন
সমপদী তাল।
১৬টি তালি
২টি ফাঁক রয়েছে।
+ | |||||||||||||||||||
১ |
২ | ৩ | ৪ |
৫ |
৬ | ৭ | ০ | ৮ |
|
৯ |
|||||||||
কৎ |
। |
ধেটে |
। |
দিন |
। |
তা |
। |
ধেৎ |
। |
ধাগে |
। |
দিন |
। |
তা |
। |
ধুমা |
। |
কেটে |
। |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
|
১০ |
+ | ||||||||||||||||
১০ |
১১ | ১২ | ১৩ |
১৪ |
১৫ | ১৬ | ০ | |||||||||
কেটে |
। |
ধাতা |
। |
দিন |
। |
তা |
। |
ধেৎ |
। |
দিন |
। |
তা |
। |
ধেৎ |
। |
কৎ |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
১৭ |
১৮ |
সূত্র :
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ
১৩৭২।
তবলা শিক্ষা। বি. বটব্যাল।
সঙ্গীতশাস্ত্র তৃতীয় খণ্ড। শ্রীইন্দুভূষণ রায়