নবপঞ্চতাল

রবীন্দ্রনাথ তাঁর গানে বিভিন্ন ধরণের ছন্দের প্রয়োগ করে- যে পরীক্ষা চালিয়েছিলেন, সেই থেকেই এই তালের উদ্ভব হয়েছিল বলে ধারণা করা হয় রবীন্দ্রনাথ এই তালের নিজে কোন নাম দেন নি, বা কোনোরূপ বোলবাণী সৃষ্টি করেন নি তাঁর রচিত এই ছন্দের বোলবাণী পরবর্তীকালে সৃষ্টি হয়েছে স্বরবিতান-২৬' -এ গৃহীত জননী, তোমার করুণ চরণখানি' নামক গানের পাদটীকায় এই তালের বোলবাণী দেওয়া আছে সে অনুসারে, নিচের পাঠটি দেওয়া হলো

 

 

  +                                              +
 

     

 

           

 

               
I

ধা

গে

ধা

গে

দেন্

তা

কৎ

তাগে

দেন্

তা তেটে

 ধা

দেন্ তা তেটে কতা গদি ঘেনে I ধা
 

 

 

 

  ১০   ১১

১২

১৩ ১৪   ১৫ ১৬ ১৭ ১৮    

 

এই তালে নিবদ্ধ গানের সংখ্যা মাত্র ১টি গানটি হলো-

জননী, তোমার করুণ চরণখানি


সূত্র
স্বরবিতান-২৬। বিশ্বভারতী।
তবলা শিক্ষা। বি. বটব্যাল।