নবতাল
এটি রবীন্দ্রনাথের প্রবর্তিত ছন্দ। ৯ মাত্রা বিশিষ্ট এই বিষমপদী তালের চলন ধ্রুপদাঙ্গধর্মী। তালটিতে ৪টি বিভাজন রয়েছে, কোনো ফাঁক নেই।

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: বিষমপদী। ৩/২/২/২।
তালি:
৪টি
খালি: নাই

স্বরবিতান (রবীন্দ্র-সঙ্গীতের স্বরলিপি-সম্বলিত গ্রন্থমালা) চতুর্থ খণ্ডের ৩৪ পৃষ্ঠার পাদটীকায় এই তালটি সম্পর্কে লেখা আছে― ইহাও রবীন্দ্রসংগীতে ব্যবহৃত একটি নূতন তাল। এই তালে নয়টি মাত্রা আছে, এ জন্য ইহার নাম নবতাল'। ইহার ঠেকা মৃদঙ্গবাদকগণের ইচ্ছাধীন। দৃষ্টান্তস্বরূপ একটি ঠকা, যথা―
  +                          +
 

       

 

           

 

I

ধা

দেন্

তা

তেটে

কতা

গদি

ঘেনে

ধাগে

তেটে I

ধা

 

 

 

 

 

   

 


এই তালে রচিত রবীন্দ্র-সঙ্গিতের সংখ্যা মাট ২টি। গান দুটি হলো-

১. নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা
২. প্রেমে প্রাণে গানে গন্ধে


সূত্র :