নন্দন
এটি একটি উত্তর ভারতীয় সঙ্গীতে অল্প প্রচলিত তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ৮।
ছন্দোবিভাজন ২।২।২।২
বিষমপদ
।
এতে ২টি তালি ও ২টি ফাঁক আছে।
+
+
১
০
২
০
গেদ্দা
-ঘি
।
নেদা
ঘি
।
গেদ্দা
-গি
।
নেতা
খি
।
গেদ্দা
১
২
৩
৪
৫
৬
৭
৮
সূত্র:
তালের অতলতত্ত্ব।
রণজিৎ কুমার মণ্ডল। সুরঙ্গম। ২০১৬