নিঃসারক
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি তাল। বাংলা গানে এই তালের ব্যবহার নেই। মাত্রাভেদে এই তালের দুটি প্রকরণ রয়েছে। প্রকরণ দুটি হলো-
১. দ্বিমাত্রিক নিঃসার। এর মাত্রা সংখ্যা ২। সমপদী: ১।১। একটি তালি, একটি ফাঁক।

 

+       +

১ 

 

   ০

   

ধাঘেনে

  তেটেতেট

 ধা 

 

   ২

 

 

২. চতুর্মাত্রিক নিঃসার। এর মাত্রা সংখ্যা ৪। সমপদী: ২।২। একটি তালি, একটি ফাঁক। বোলবাণী

 

+           +

১ 

   

     

ধাধেনে

  কেটেতাক

গদ্দি

ঘেড়েনাক

ধা 

  ২

 

 ৩

 

 

 


সূত্র: