পঞ্চতাল
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে তাল বিশেষ। এই তাল ব্যবহৃত হতো  জাতিগানে ব্যবহৃত গ্রামরাগগুলোতে।

এই তালের প্রথম ১টি দীর্ঘ মাত্রা, পরের ভাগে হ্রস্ব অর্থাৎ ১ মাত্রা হবে। শেষে ব্যবহৃত হবে দুটি দীর্ঘ মাত্রা দিয়ে। সব মিলিয়ে এর মান হবে- প্লুত-লঘু-গুরু-গুরু। সঙ্গীতরত্নাকরের মতে এর শেষাংশ গুরু হলেও- এর ব্যবহার হতো প্লুত বা তিন মাত্রার মতো। মোট মাত্রার সংখ্যা ছিল ৩৬।

তালের মাত্রা সঙ্কেত।

I=লঘু, মাত্রা সংখ্যা ৪
S=গুরু, মাত্রা সংখ্যা ৮
S'=প্লুত, মাত্রা সংখ্যা ১২

মাত্রা সঙ্কেত S' I S S'
মাত্রামান ১২ ১২

 


তথ্যসূত্র: