রুদ্র
উত্তর ভারতীয় তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ১৬।
ছন্দোবিভাজন : ১টি করে মাত্রা নিয়ে গঠিত ছন্দোবিভাজন
সমপদী তাল।
১১টি তালি
৫টি ফাঁক রয়েছে।
+ | |||||||||||||||||||
১ |
০ | ২ | ৩ |
০ |
৪ | ৫ | ৬ | ০ |
|
৭ |
|||||||||
ধাতেরেকেট |
। |
ধাধা |
। |
কৎধা |
। |
ধেটেতা |
। |
কৎধা |
। |
তেরকেটধা |
। |
তেরকেটধা |
। |
তেরকেটধা |
। |
কৎধা |
। |
কৎধা |
। |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
|
১০ |
+ | ||||||||||||
০ |
৮ | ৯ | ১০ |
১১ |
০ | |||||||
ধেটেতাগ |
। |
ধাতা |
। |
কৎ- |
। |
ধেটেধা |
। |
কৎধা |
। |
ধেটেধা |
। | ধা |
১১ |
১২ |
১৩ |
১৪ |
১৫ |
১৬ |
উত্তর ভারতীয় তাল বিশেষ।
মাত্রা সংখ্যা ১১।
ছন্দোবিভাজন : ১টি করে মাত্রা নিয়ে গঠিত ছন্দোবিভাজন
সমপদী তাল।
৮টি তালি
৩টি ফাঁক রয়েছে।
+ | ||||||||||||||||||||||
১ |
২ | ০ | ৩ |
৪ |
৫ | ০ | ৬ | ৭ |
|
৮ |
০ | + | ||||||||||
ধি |
। |
না |
। |
ধি |
। |
না |
। |
তা |
। |
তি |
। |
না |
। |
কৎ |
। |
তা |
। |
ধি |
। | না | । | ধি |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
৯ |
|
১০ |
১১ |
সূত্র :
তালের অতলতত্ত্ব।
রণজিৎ কুমার মণ্ডল। সুরঙ্গম। ২০১৬