শূলতাল

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি তাল।

মাত্রা সংখ্যা ১০।

ছন্দোবিভাজন ২।২।২।২।২।২।
সমপদী
৩টি তালি ও ২টি ফাঁক
ছে।
 

+ 

       

 

 

 

              +

   

 

 

 

       

     

ধা

ধা

দেন

তা

কেটে

 ধা তেটে কতা গদি ঘেনে ধা

 

 ৪

 

 

 

১০  

 

 


সূত্র :
ভারতীয়  সঙ্গীতকোষ
। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।