সওয়ারি
ভিন্ন বানান সওয়ারী

উত্তর ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত তাল।
মাত্রা : ১৫
ছন্দোবিভাজন ৩।২।২।২।২।২। ২
বিষমপদী।
৪টি তালি, ৩টি ফাঁক রয়েছে।
 

+                                           +
                               
ধিনতা কধিন তাক | কৎ থুনা | তেটে থুনা  | ধা থুনা | তেরেকেটেতাক্ থুনা | কেটে ধাধি | ধিধা তেরেকেটতাক | ধিন
        ১০ ১১   ১২ ১৩   ১৪ ১৫    


 


সূত্র :
ভারতীয়  সঙ্গীতকোষ
। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।