ষষ্ঠী (অবিভাজিত)

এটি রবীন্দ্রনাথের আবিস্কৃত তাল বিশেষ

রবীন্দ্রনাথ অবিভাজিত ছয় মাত্রা বিশিষ্ট এই তালটির কোনো নামকরণ করেন নি। একে অনেক সময় টানা ছয়মাত্রারা তাল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে।

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: একপদী।
তালি:
টি
খালি: নাই

ঠেকা নুমনা।

 

 

 

+ 

       

 + 

I

ধি

ধি

না

তা

তি

না I

ধি

 

 ৪

 ৬

   

এই ছন্দে রচিত গানের সংখ্যা মোট ৭টি। নিচে এই ছন্দে নিবদ্ধ গানগুলির তালিকা দেওয়া হলো।
 

১. একটুকু ছোঁওয়া লাগে

২. জয় ভৈরব, জয় শঙ্কর

৩. ধীরে বন্ধু, গো, ধীরে ধীরে

৪. না না ) নাই বা এলে যদি সময় নাই

৫. হে সন্ন্যাসী, হিমগিরি ফলে নীচে নমে এলে

৬. সখী, প্রতিদিন হায়
৭.
শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়