ত্রিপুট

এটি একটি উত্তর ভারতীয় সঙ্গীতে অল্প প্রচলিত তাল বিশেষ।

মাত্রা সংখ্যা ৮।
ছন্দোবিভাজন ৪।২।২
বিষমপদ
এতে ২টি তালি ও ১টি ফাঁক আছে।

 

+                      +
১           ০     ২       
ধিন তেন - তা ধিৎ তা

ধেন

তা ধিন
 

৬ 

 

৭ 

 

 


সূত্র: