ইকেরাস
গ্রিক
Ἴκαρος
ইংরেজি :
Icarus
গ্রিক পৌরাণিক চরিত্র।
এঁর পিতার নাম ডেডালাস (Daedalus)।

 

আইকেরাস ক্রিট দ্বীপ থেকে পালিয়ে যাওয়ার জন্য, তাঁর পিতার তৈরি একটি বিশাল পাখা ব্যবহার করেন। এই পাখা শরীরে লাগিয়ে উড়ার আগে, তাঁর পিতা তাঁকে সূর্যের কাছাকাছি যেতে নিষেধ করেছিলেন। কারণ এই পাখার পালকগুলো ছিল মোম দিয়ে লাগানো। সূর্যের কাছে গেলে সূর্যের উত্তাপে মোম গলে গিয়ে পালক খসে পড়বে এবং এর ফলে পাখা ভেঙে মাটিতে পড়ে গেলে তাঁর মৃত্যু ঘটতে পারে।

আইকেরাস পিতার এই নির্দেশনা অগ্রাহ্য করে উড়তে উড়তে সূর্যের খুব কাছে গিয়ে হাজির হন।
এর ফলে পাখার এই মোম গলে যায়, একটি একটি পালক খসে পড়তে থেকে। অবশেষে পাখা প্রায় পালকশূন্য হয়ে গেলে, তিনি ইনি সমুদ্রে পড়ে যান এবং সমুদ্রের পানিতে ডুবে মৃত্যুবরণ করেন।               


সূত্র :
greek myth/Robert Graves, cassel & comoany, fourth edition 1995

http://en.wikipedia.org/wiki/Io_(mythology)