থেসপিয়ুস
গ্রিক :
Θέσπιος),>ইংরেজি Thespius>বাংলা থেসপিয়াস।

থেসপিয়া নগরের রাজা। এর পিতা ছিলেন এথেন্সের রাজা এরেক্‌থেয়ুস (
Erechtheus) এবং মায়ের নাম ছিল প্র্যাক্সিথেয়া (Praxithea)।  আর্নেয়ুসের কন্যা মেগামেডে (Megamede)-কে ইনি বিবাহ করেন। এঁদের কোনো পুত্র সন্তান ছিল না। কিন্তু ৫০টি অত্যন্ত সুন্দরী কন্যা ছিল। এ কন্যারা কোনো নিচু জাতের কাউকে পছন্দ করে ফেলে কিনা, এ নিয়ে রাজার শঙ্কা ছিল। তাই জিউস-পুত্র হেরাক্লেজ যখন সিথেরনের সিংহ (Lion of Cithaeron) হত্যা করার জন্য তাঁর রাজ্যে এলেন, তখন রাজা সিদ্ধান্ত নিলেন যে, তাঁর প্রতিটি কন্যার গর্ভে হেরাক্লেজ একটি করে সন্তান উৎপাদন করুক। তাই প্রথম দিনেই রাজা হেরাক্লেজকে বললেন যে, চিত্ত বিনোদনের জন্য তুমি আমার বড় মেয়েকে শয্যাসঙ্গিনী হিসাবে গ্রহণ করতে পারো। হেরাক্লেজ প্রথম রাত্রিতে তাঁর বড় মেয়ের সাথে কাটিয়ে, পরদিন সিংহের সন্ধানে বেরিয়ে গেলেন। সন্ধ্যায় হেরাক্লেজ সিংহের সন্ধান না পেয়ে ফিরে এলে, রাজা আগের মতোই আদর-আপ্যায়ন করলেন এবং সে রাত্রে হেরাক্লেজের কাছে তাঁর দ্বিতীয় মেয়েকে পাঠালেন। হেরাক্লেজ সিংহ হত্যা করতে ৫০ দিন অতিবাহিত করেছিলেন। এর ভিতর একটি মেয়ে ছাড়া ৪৯টি মেয়ের সাথে ইনি মিলিত হন। একটি মেয়ে হেরাক্লেজের আলিঙ্গন গ্রহণ করলেও সঙ্গম থেকে বিরত থাকেন। বাকি কন্যাদের মধ্যে ৪৭টি কন্যা একটি করে পুত্র সন্তান প্রসব করেছিলেন। কিন্তু প্রথমা ও কনিষ্ঠা দুটি করে সন্তান প্রসব করাতে, মোট সন্তান সংখ্যা দাঁড়িয়েছিল ৫১টি। এর ভিতরে যে কন্যাটি হেরাক্লেজের সাথে মিলিত হতে অস্বীকার করেছিল, সে পরবর্তী সময়ে হেরাক্লেজের মন্দিরের কুমারী সেবিকা হিসাবে জীবন অতিবাহিত করে। এই কন্যাদের একত্রে বলা হয় থেসপিয়াডেস (Thespiades)।

Pseudo-Apollodoru-এর তালিকা অনুসারে সন্তান সংখ্যা পাওয়া যায় ৫০টি। নিচে এই থেসপিয়ুসের কন্যা এবং হেরাক্লেজের ঔরসজাত সন্তানদের তালিকা দেওয়া হলো। উল্লেখ্য হেরাক্লেজের এই সন্তানদের বলা হয় হেরাক্লেইডে (Heracleidae )।

থেসপিয়ুসের কন্যা হেরাক্লেজের ঔরসজাত সন্তান
Aeschreis Leucones
Aglaia বা Aeglaea Antiades.
Anthea অজ্ঞাত
Anthippe Hippodromus
Antiope Alopius
Argele Cleolaus
Asopis Mentor
Calametis Astybies
Certhe Iobes.
Chryseis Onesippus
Clytippe Eurycapys
Elachia Buleus
Eone. Amestrius
Epilais Astyanax
Erato Dynastes
Euboea Olympus
Eubote Eurypylus
Eurybia Polylaus
Euryce (Euryte?) Teleutagoras
Eurypyle Archedicus
Eurytele Leucippus
Exole Erythras
Heliconis Phalias
Hesychia Oestrobles
Hippo Capylus
Hippocrate Hippozygus
Iphis Celeustanor
Laothoe Antiphus
Lyse Eumedes
Lysidice Teles
Lysippe Erasippus
Marse Bucolus
Meline Laomedon
Menippis Entelides
Nice Nicodromus
Nicippe Antimachus
Olympusa Halocrates
Oria Laomenes
Panope Threpsippas
Patro Archemachus
Phyleis Tigasis
Praxithea Nephus
Procris Antileon এবং Hippeus
Pyrippe Patroclus
Stratonice Atromus
Terpsicrate. Euryopes
Tiphyse Lyncaeus
Toxicrate Lycurgus
Xanthis Homolippus
অজ্ঞাত Creon

 


সূত্র :
http://www.paleothea.com/
greek myth
/Robert Graves, cassel & comoany, fourth edition 1995
http://www.timelessmyths.com/classical/fact-heracles.html#Companions
http://www.pantheon.org/areas/mythology/europe/greek/