বৈশ্বানর

হিন্দু বৈদিক ও পৌরাণিক কাহিনিতে এই নামে দুটি চরিত্র পাওয়া যায়। এঁরা হলেন-

১. ঋক্‌বেদের একজন প্রধান দেবতা বিশ্বামিত্র এই দেবতার স্তুতি করে অনেক ঋক্‌মন্ত্র রচনা করেছেন ঋগ্বেদে বিশ্বামিত্র অগ্নিকে কোথাও কোথাও বৈশ্বানর নামে অভিহিত করেছেন।
২.
হিন্দু পৌরাণিক কাহিনি মতে, দানবরাজ দনুর শত পুত্রের অন্যতম এঁর দুই কন্যার নাম ছিল- পুলোমা ও কালকা