বসুমনা
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
ইনি
ছিলেন বিশ্বামিত্রের পুত্র।
উল্লেখ্য এঁর অপর তিনটি ভাইয়ের নাম ছিল অষ্টক,
প্রতর্দন এবং
শিবি।
এঁরা স্বর্গে বসবাসকালে- একবার রথে চড়ে ভ্রমণ করছিলেন।
এমন সময় দেবর্ষি নারদের সাথে তাঁদের দেখা হয়।
এঁদের এক ভাই নারদকে জিজ্ঞাসা করেন যে,
তাঁদের মধ্যে কে
সর্বপ্রথম নরলোক ফিরে যাবে।
উত্তরে নারদ বললেন যে- নিজেকে বড় ভাবার কারণে অষ্টকের প্রথম পতন হবে।
তারপর ঈর্ষান্বিত অবস্থায় দান করবার জন্য প্রতর্দন এবং তারপরে বসুমনার পতন হবে।
পরে দেবর্ষি নারদের আশীর্বাদে বসুমনা একটি পুষ্পকরথ লাভ করেন।
নারদ একবার এই রথ নিজের প্রয়োজনে বসুমনার কাছে প্রার্থনা করলে- ইনি তখন নারদকে
মিথ্যা কথা বলে ফিরিয়ে দেন।
মিথ্যা বাক্যের জন্য পরে ইনি নরলোকে পতিত হন।