চক্রব্যূহ
এটি একটি হিন্দু পৌরাণিক সেনা-সমাবেশ বিশেষ

চক্রাকারে দুর্ভেদ্য সেনা সমাবেশের কারণে এর নাম চক্রব্যূহ। দ্রোণাচার্য এই ব্যূহ রচনায় পারদর্শী ছিলেন এইরূপ সেনা-সমাবেশ ভেদ করতে একমাত্র অর্জুন সক্ষম ছিলেন অর্জুন পুত্র অভিমন্যু এই সেনা-সমাবেশে প্রবেশ করে ধ্বংস করার বিদ্যা অর্জন করেছিলেন, কিন্তু বেরিয়ে আসার বিদ্যা জানতেন না কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু এই চক্রে ঢুকে বহু শত্রুসৈন্য বিনাশ করতে সক্ষম হয়েছিলেন কিন্তু দ্রোণ, কৃপ, কর্ণ, অশ্বত্থামা, বৃহদ্বল ও কৃতবর্মা- এই ছয়জন কৌরবপক্ষীয় যোদ্ধা অভিমন্যুকে বেষ্টন করে, অন্যায়ভাবে হত্যা করেছিল।