দ্বাপর
হিন্দু পৌরাণিক যুগ বিভাজনের তৃতীয় যুগভাদ্র মাসের কৃষ্ণা একাদশীর দিন বৃহস্পতিবারে দ্বাপর যুগের উৎপত্তি হয়েছিল। 

এই যুগের পরিমাণ ৮
,৬৪০,০০০ বৎসর দ্বাপরে ছিল অর্ধপুণ্য ও অর্ধপাপ মানুষের দেহের দৈর্ঘ্য ছিল সাত হাত পরিমিত এবং আয়ু ছিল সহস্রবৎসর। এই সময়ের মানুষ তামার পাত্রে ভোজন করতো। এই যুগের
বিষ্ণু'র অবতার কৃষ্ণ ও বলরাম জন্মেছিলেন। এই যুগে শাম্ব, বিরাট, হংসধ্বজ, কংস, ময়ুরধ্বজ, বভ্রবাহন, রুক্ষঙ্গদ, দুর্যোধন, যুধিষ্টির, পরীক্ষিৎ, জনমেজয়, শিশুপাল, জরাসন্ধ, উগ্রসেন ইত্যাদি রাজা ছিলেন