গাধি
ঊর্ধ্বক্রমবাচকতা
{
পৌরাণিক সত্তা
|
কাল্পনিকসত্তা
|
কল্পনা
|
সৃজনশীলতা
|
দক্ষতা
|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক বিষয়
|
বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
হিন্দু পৌরাণিক কাহিনি মতে–
রাজা কুশনাভ বা কুশিকের পৌত্র।
বিশ্বামিত্র এঁর পুত্র ছিলেন।
কুশিক পুত্র কামনায় পুত্রোষ্টি যজ্ঞ করলে এবং এঁর পিতা কুশ আশীর্বাদ করলে গাধির
জন্ম হয়।
হরিবংশের মতে পুত্র কামনায় কুশিক তপস্যা করতে থাকলে ইন্দ্র তাঁর কাছে এসেও ভয়ে চলে
যান।
এরপর এক হাজার বৎসর পর ইন্দ্র এসে কুশিককে একইভাবে ধ্যানমগ্ন দেখে ইন্দ্র নিজ অংশ
কুশিককে দান করেন।
এ
অংশ থেকে কুশিকের স্ত্রী পৌরকুত্সীর গর্ভে গাধির জন্ম হয়।