গুহক
হিন্দু পৌরাণিক কাহিনি মতে জনৈক নিষাদরাজকে গুহক বলা হয়। এঁর রাজ্য ছিল গঙ্গার তীরস্থ শৃঙ্গবেরপুর নামক স্থানে ইনি রামচন্দ্রের বন্ধু ছিলেন অযোধ্য ত্যাগ করে রাম, লক্ষ্মণ ও সীতা প্রথমে এই রাজার রাজ্যে আসেন গুহক এঁদের যথাযথ সমাদর করেন ইনি রামলক্ষ্মণের জন্য জটা তৈরি করে দেন এবং ভাগীরথী নদী পার হওয়ার জন্য নৌকা দান করেন রামের সন্ধানে ভরত এঁর সহায়তা লাভ করেন ইনি ভরতকে সসৈন্যে ভাগীরথী পার করার ব্যবস্থা করে দেন চৌদ্দ বৎসর পর রাম ফিরে আসার সময় গুহককে দর্শন দিয়ে যান