ইন্দ্রবর্মা
ইনি মালবরাজ নামে পরিচিত ছিলেন
কুরুক্ষেত্রের যুদ্ধে ইনি পাণ্ডবদের পক্ষাবলম্বন করেন তাঁর হাতির নাম ছিল অশত্থামা ভীম এই হাতিকে হত্যা করেন অন্যদিকে দ্রোণের পুত্রের নামও অশ্বত্থামা ছিল দ্রোণকে যুদ্ধ পরিত্যাগ করার জন্য প্রচার করা হয় যে- অশ্বত্থামা হত এই বাক্য শুনে দ্রোণ বিশ্বাস করেন নাই, কিন্তু সত্যাসত্য যাচাইয়ের জন্য সত্যবাদী যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলে, ইনি কৃষ্ণের পরামর্শে অশ্বত্থামা হত হয়েছেন বলেও শেষে অস্ফুট স্বরে গজ শব্দ বলেন যুধিষ্ঠিরের বলা শেষের গজ শব্দটি যুদ্ধের কোলাহলে দ্রোণ ভাল করে না শুনেও যুদ্ধ পরিত্যাগ করেন